আজকে চার্জার ফ্যান এর দাম কত টাকা ২০২৪

চার্জার ফ্যান কিনতে চাচ্ছেন কিন্তু চার্জার ফ্যান এর দাম কত টাকা জানেন না? তাহলে এই পোস্টটি আপনার জন্যই। এই পোস্ট থেকে চার্জার ফ্যান এর দাম কত টাকা তা জানতে পারবেন।

গ্রীষ্মকালে গরমের সময় আমাদের দেশে অনেক সময় লোডশেডিং এর সমস্যা দেখা দিয়ে থাকে। এমন অবস্থায় গরম থেকে বাঁচার জন্য অনেকেই চার্জার ফ্যান ব্যবহার করে থাকেন। পূর্বের চার্জার ফ্যান নষ্ট হয়ে গেলে কিংবা নতুন করে একটি চার্জার ফ্যান কিনতে চাইলে আজ চার্জার ফ্যানের দাম কত টাকা তা জানা আবশ্যক।

তো চলুন, বিভিন্ন কোম্পানির যেমন- মিনি চার্জার ফ্যান দাম, সিঙ্গার চার্জার ফ্যানের দাম, সুপার স্টার চার্জার ফ্যানের দাম এবং বিভিন্ন সাইজের চার্জার ফ্যানগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

চার্জার ফ্যান এর দাম কত টাকা

ব্যাটারি ব্যাকআপ এবং ফ্যানের স্পিড ও আকারের উপর নির্ভর করে চার্জার ফ্যানের দাম কমবেশি হয়ে থাকে। আপনি যদি একটি চার্জার ফ্যান কিনতে চান, তাহলে ৩০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা কিংবা এর বেশি দামেরও ফ্যান কিনতে পারবেন।

চার্জার ফ্যান আমরা ব্যবহার করি বিদ্যুৎ চলে গেলে যেন ব্যবহার করতে পারি। চার্জার ফ্যানের দাম কমবেশি হয় এতে থাকা ব্যাটারির উপর নির্ভর করে। ব্যাটারির ক্ষমতা যদি বেশি হয়, অনেক সময় যাবত ব্যাকআপ দেয়, তাহলে এই চার্জার ফ্যানের দাম বেশি হবে।

আবার, অনেক মিনি চার্জার ফ্যান রয়েছে, যেগুলো অল্প সময় ব্যাকআপ দিতে পারে এবং এগুলো থেকে তত ভালো বাতাস পাওয়া যায়না। এই মিনি চার্জার ফ্যানগুলো ১০০ টাকা থেকে ৩০০ টাকার মাঝেই পাওয়া যায়।

মিনি চার্জার ফ্যান এর দাম কত টাকা

আপনি যদি একা বাতাস খেতে চান, তাহলে একটি মিনি চার্জার ফ্যান কিনতে পারেন। অনেক ছোট সাইজে থেকে শুরু করে হাতে নিয়ে ঘুরে বেড়ানোর মতো মিনি চার্জার ফ্যান পাওয়া যায়। মিনি চার্জার ফ্যানের দাম ৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা বা এর বেশি হয়ে থাকে।

কিছু মিনি ইউএসবি চার্জার ফ্যান রয়েছে, যেগুলো খুবই অল্প সময় ব্যাকআপ দিয়ে থাকে। এসব ফ্যান আপনি ফোনের চার্জার পোর্টে লাগিয়েও চালাতে পারবেন। এই ফ্যানগুলো ৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা বা এর কিছু বেশি দাম দিয়ে কিনতে পারবেন।

তবে, ১/২ ঘণ্টা বা এর কিছু বেশি সময় যাবত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এমন একটি মিনি চার্জার ফ্যানের দাম ৩০০ থেকে শুরু করে ১ হাজার টাকা বা ১.৫ হাজার টাকা হয়ে থাকে। মিনি চার্জার ফ্যানগুলো এই দামের মাঝেই যেকোনো ইলেক্ট্রনিক্স এর দোকান কিংবা ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

সিঙ্গার চার্জার ফ্যানের দাম কত টাকা ২০২৪

সিঙ্গার চার্জার ফ্যানের দাম ১.৫ হাজার টাকা থেকে শুর করে ৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সিঙ্গার একটি নামকরা ইলেক্ট্রনিক্স পণ্য তৈরিকারক ব্রান্ড। এই কোম্পানির চার্জার ফ্যান কিনতে চাইলে ১.৫ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা বা এর কিছু বেশি লাগতে পারে।

সিঙ্গার কোম্পানির চার্জার ফ্যানগুলোতে সাধারণত ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায় এবং এগুলো থেকে অনেক ভালো বাতাস পাওয়া যায়। তাই, আপনি একটি ভালো মানের Charger Fan কিনতে চাইলে এই ফ্যানটি কিনতে পারেন। ফ্যানটি যেকোনো ইলেক্ট্রনিক্স এর দোকান কিংবা ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

সুপার স্টার চার্জার ফ্যানের দাম কত টাকা ২০২৪

সুপার স্টার ব্রান্ডের চার্জার ফ্যান কিনতে চাচ্ছেন কিন্তু দাম জানেন না? সুপার স্টার এর চার্জার ফ্যান ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি সুপার স্টার কোম্পানির একটি ফ্যান কিনতে চান, তাহলে এই দামের মাঝেই কিনতে পারবেন।

সুপার স্টার এর মিনি চার্জার ফ্যানগুলো ৫০০ টাকা থেকে দাম শুরু হয় এবং তা ব্যাটারির ব্যাকআপ, ফ্যানের সাইজ এবং ফ্যানের বাতাসের উপর নির্ভর করে বাড়তে থাকে। Super Star Charger Fan এর দাম বাংলাদেশে ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা নিবে।

তাই, আপনি যদি সুপার স্টার এর একটি ফ্যান কিনতে চান, তাহলে এই বাজেট রাখতে হবে।

ভিশন চার্জার ফ্যান দাম ২০২৪

ভিশন চার্জার ফ্যানগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। ৪ হাজার টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকা পর্যন্ত এই চার্জার ফ্যানের দাম হয়ে থাকে। আপনি যদি একটি ভালো মানের ভিশন চার্জার ফ্যান কিনতে চান যেটির ব্যাটারি ব্যাকআপ এবং বাতাস ভালো হবে তাহলে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা বাজেট করতে হবে।

ভিসন কোম্পানির চার্জার ফ্যান যেকোনো ইলেক্ট্রনিক্স এর দোকানে পাওয়া যাচ্ছে। এছাড়াও, আপনি চাইলে ঘরে বসে যেকোনো ই-কমার্স ওয়েবসাইট থেকে এই চার্জার ফ্যানটি অর্ডার করতে পারেন এবং হোম ডেলিভারি নিতে পারেন।

ডিফেন্ডার চার্জার ফ্যান দাম কত টাকা ২০২৪

ডিফেন্ডার চার্জার ফ্যানের দাম সাধারণত ৩০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি কী ধরনের ফ্যান কিনবেন তার উপর নির্ভর করে এই দাম কম বা বেশি হয়ে থাকে। যদি বেশি ব্যাটারি ব্যাকআপ চান যা ব্যবহার করে আপনি অধিক সময় যাবত ফ্যানটি চালাতে পারবেন, যদি ফ্যানের অনেক বাতাস চান, তাহলে ডিফেন্ডার ফ্যানটি কিনতে পারেন।

ডিফেন্ডার কোম্পানির অনেক বাজেটের চার্জার ফ্যান রয়েছে। ৩০০ টাকা থেকে শুরু করে অনেক দামি চার্জার ফ্যানও রয়েছে। তাই, আপনি কী ধরেনর ফ্যান চাচ্ছেন তা প্রথমেই নির্ধারণ করতে হবে। এরপর, ৩০০ টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকা পর্যন্ত দিয়ে একটি ডিফেন্ডার চার্জার ফ্যান কিনতে পারেন।

ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত টাকা

ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২ হাজার টাকা থেকে শুর করে ৭ হাজার টাকা পর্যন্ত হয়। অধিক ক্ষমতাসম্পন্ন ব্যাটারিযুক্ত একটি চার্জার ফ্যান এই দামের মাঝেই কিনে অনেক সময় যাবত ফ্যানের বাতাস উপভোগ করতে পারবেন।

ওয়ালটন আমাদের দেশের একটি প্রতিষ্ঠান। তাই, আপনি যদি ভালো মানের একটি চার্জার ফ্যান কিনতে চান, তাহলে ওয়ালটনের বিভিন্ন চার্জার ফ্যানের মাঝে থেকে যে ফ্যানটি পছন্দ হয় সেই ফ্যানটি কিনতে পারেন।

অন্যান্য কোম্পানির তুলনায় ওয়ালটন থেকে অনেক কম দামে ভালোমানের পণ্য পাওয়া যায়। তাই, আপনি চাইলে ওয়ালটন এর একটি চার্জার ফ্যান অনেক কম দাম দিয়ে কিনতে পারবেন।

চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৪

আমাদের দেশে বিভিন্ন দামের চার্জার ফ্যান রয়েছে। মিনি চার্জার ফ্যান থেকে শুরু করে আপনার প্রয়োজনমতো বড় ফ্যান কিনতে পারবেন। বড় চার্জার ফ্যানের ক্ষেত্রে বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, ফ্যানের বাতাস বেশি হবে এবং আরও অনেক সুবিধা পাওয়া যায়।

নিচে চার্জার ফ্যান এর দাম কত টাকা তার একটি তালিকা উল্লেখ করে দিয়েছি।

  • The Walton Rechargeable Fan, 14″ in White ফ্যানটির দাম হচ্ছে ৫,০০০ টাকা
  • Walton Rechargeable Fan WRTF9A (09″) ফ্যানটির দাম হচ্ছে ২,৫৫০ টকা।
  • Walton (W17OA-MS) 17 Inch Rechargeable Table Fan ফ্যানটির দাম ৬,১৯৯ টাকা।
  • VISION Rechargeable Table Fan 14” White USB Charger ফ্যানটির দাম ৫,২০০ টাকা।
  • DEFENDER REP=02 Charger Fan ফ্যানটির দাম ১,৫৫০ টাকা

এগুলো ছাড়াও আরও অনেক Charger Fan রয়েছে আমাদের দেশে। আপনার প্রয়োজন এবং ইচ্ছেমতো যেকোনো একটি চার্জার ফ্যান কিনতে পারেন।

শেষ কথা

আজ দাম কত ওয়েবসাইটের আজকের এই ব্লগে আপনাদের সাথে চার্জার ফ্যান এর দাম কত টাকা তা শেয়ার করেছি। বিভিন্ন চাজার ফ্যানের দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে। এমন আরও বিভিন্ন জিনিসের দাম সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।

Leave a Comment