ডাবল গ্যাসের চুলার দাম কত টাকা বাংলাদেশে ২০২৪

ডাবল গ্যাসের চুলা কিনতে চাচ্ছেন? কিন্তু, ডাবল গ্যাসের চুলার দাম কত টাকা জানেন না? আজকের এই ব্লগে ডাবল গ্যাসের চুলার দাম কত টাকা তা বিস্তারিত জানতে পারবেন।

আমাদের প্রায় সকলের পরিবারেই এখন গ্যাসের চুলায় রান্না করা হয়। গ্যাসের চুলায় রান্না করার জন্য কেউ সিঙ্গেল গ্যাসের চুলা ব্যবহার করেন, আবার কেউ ডাবল গ্যাসের চুলা। সিঙ্গেল গ্যাসের চুলার দাম এবং ডাবল গ্যাসের চুলার দামের মাঝে পার্থক্য রয়েছে।

তো চলুন, ওয়ালটন গ্যাসের চুলার দাম, আরএফএল গ্যাসের চুলার দাম, মিয়াকো গ্যাসের চুলার দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

ডাবল গ্যাসের চুলার দাম কত টাকা

ডাবল গ্যাসের চুলার দাম ২ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও, ১০ হাজার টাকার বেশি দামেরও ডাবল গ্যাসের চুলা রয়েছে। চুলা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, তার উপর ভিত্তি করে দাম কমবেশি হয়ে থাকে।

আপনি যদি একটি স্টিল বডির ডাবল গ্যাসের চুলা কিনেন, তাহলে ২ হাজার টাকার থেকে এই চুলাগুলো কিনতে পারবেন। তবে, গ্লাস বডির একটি গ্যাসের চুলার দাম ৪ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা এবং অনেক সময় এর বেশি দাম হয়ে থাকে।

আপনি যদি একটি ভালো মানের ডাবল গ্যাসের চুলা কিনতে চান, তাহলে ৩ হাজার টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকা লাগতে পারে। তবে, অল্প দামের মাঝে একটি ডাবল গ্যাস স্টোভ কিনতে চাইলে ২ হাজার টাকার মাঝেই কিনতে পারবেন।

আরও পড়ুন — গ্যাসের চুলার দাম কত টাকা

ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৪

ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশে ২,০০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা বা এর বেশি হয়ে থাকে। গ্যাসের চুলার মানের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়ে থাকে। একটি ভালো মানের ডাবল গ্যাস স্টোভ সাধারণত ৩ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা হয়ে থাকে।

গ্যাসের চুলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে স্টিল বডির, আরেকটি হচ্ছে গ্লাস বডির। আপনি যদি সুন্দর একটি গ্যাসের চুলা কিনতে চান, তাহলে গ্লাস বডির ডাবল গ্যাস ষ্টোভ কিনতে পারেন। এছাড়া, অল্প দামের মাঝে গ্যাস ষ্টোভ কিনতে চাইলে স্টিল বডির চুলাগুলো কিনতে পারেন।

আরও পড়ুন — আজকে টিনের দাম কত টাকা

আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম কত

আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম ৩৭০০ টাকা থেকে শুরু করে ৯ হাজার টাকা হয়ে থাকে। অল্প দামের মাঝে একটি আরএফএল ডাবল গ্যাসের চুলা কিনতে চাইলে ৩৭০০ টাকার মতো লাগবে। তবে, একদম ভালো মানের একটি গ্যাস ষ্টোভ কিনতে চাইলে ১০ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে।

আরএফএল কোম্পানির ডাবল গ্যাস ষ্টোভ কিনতে চাইলে যেকোনো দোকান থেকে কিনতে পারেন। এছাড়াও, আরএফএল বেস্ট বায় থেকেও কিনতে পারেন। অনলাইন থেকেও আরএফএল গ্যাস ষ্টোভ অর্ডার করা যায় এবং পেমেন্ট করা যায়।

আরও পড়ুন — সোলার প্যানেল এর দাম কত টাকা

নিচে আরএফএল ডাবল গ্যাষের চুলার নাম এবং দাম কত টাকা তা উল্লেখ করে দিলাম —

  • BUILT IN GLS NG HOB MARIGOLD,868425  — চুলাটির দাম —  ৯,৫০০ টাকা
  • BUILT IN GLS LPG HOB MARIGOLD,868424  — চুলাটির দাম —  ৯,৫০০ টাকা
  • DOU. GLS AUTO LPG GAS STOVE (26 GR)  — চুলাটির দাম —  ৮,০০০ টাকা
  • DOU. GLS. AUTO NG GAS STOVE (26 GR),80399  — চুলাটির দাম —  ৮,০০০ টাকা
  • DOUBLE GLASS NG GSTV BLUEBELL,828835  — চুলাটির দাম —  ৫,৮৭৫ টাকা
  • DOUBLE GLASS LPG GSTV FIONA,828603  — চুলাটির দাম —  ৫,৬২৫ টাকা
  • DOUBLE GLASS LPG GSTV JOSIE,828599  — চুলাটির দাম —  ৫,৬২৫ টাকা
  • DOUBLE GLASS NG GSTV SILKY  — চুলাটির দাম —  ৫,২৫০ টাকা
  • DOUBLE GLASS LPG GSTV SILKY  — চুলাটির দাম —  ৫,২৫০ টাকা
  • DOUBLE GLS LPG GSTV ROSEE,828493  — চুলাটির দাম —  ৫,২৫০ টাকা
  • RFL Double GLS Auto GS LPG (Fusion) 805314  — চুলাটির দাম —  ৪,৯৩৫ টাকা
  • DOU. SS AUTO GAS STOVE (QUEEN CI) LPG  — চুলাটির দাম —  ৩,৭৫০ টাকা

উপরের এই তালিকায় উল্লেখ করে দেয়া গ্যাসের চুলাগুলো আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আরএফএল স্টোরে গিয়েও ক্রয় করতে পারবেন। এখানে স্টিল বডি এবং গ্লাস বডি উভয় গ্যাসের চুলা রয়েছে। তাই, আপনার যে চুলাটি লাগবে সেটি ক্রয় করতে পারেন।

মিয়াকো ডাবল গ্যাসের চুলার দাম কত টাকা

মিয়াকো ব্রান্ডের গ্যাসের চুলা আমাদের মাঝে অনেকেই ব্যবহার করেন। মিয়াকো গ্যাসের চুলাগুলোর মাঝে একটি স্টিল বডির গ্যাসের চুলা আছে এবং একটি হচ্ছে গ্রানাইট মার্বেল প্যানেলের। গ্রানাইট মার্বেল প্যানেলের গ্যাসের চুলার দাম স্টিল বডির গ্যাসের চুলার দামের থেকে একটু বেশি হয়ে থাকে।

অল্প দামের মাঝে মিয়াকো গ্যাসের চুলা কিনতে চাইলে স্টিল বডির চুলাটি কিনতে পারেন। এছাড়া, বেশি দামের মাঝে কিনতে চাইলে গ্রানাইট মার্বেল প্যানেলেরটি কিনতে পারেন। নিচে মিয়াকো ডাবল গ্যাসের চুলার মডেল এবং এগুলোর দাম উল্লেখ করে দিলাম।

মিয়াকো ডাবল গ্যাস স্টোভ প্রাইস ইন বিডি —

  • Gas Cooker MGS Granite-03 — দাম — ১৮,৫০০ টাকা
  • Gas Cooker MGS Granite-04 — দাম — ১৮,৫০০ টাকা
  • Gas Cooker MGS-132DG Rainbow — দাম — ৭,৭০০ টাকা

ভালো মানের মিয়াকো গ্যাস ষ্টোভ কিনতে চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি শপ থেকে ক্রয় করতে পারেন। অল্প দামের মাঝে একটি গ্যাস ষ্টোভ কিনতে চাইলে মিয়াকো ব্রান্ডের MGS-132DG Rainbow মডেলের গ্যাস ষ্টোভটি কিনতে পারেন। এটির দাম ৭,৭০০ টাকা মাত্র।

আরও পড়ুন — আজকে চার্জার ফ্যান এর দাম কত টাকা

ওয়ালটন ডাবল গ্যাসের চুলার দাম কত টাকা

ওয়ালটন ব্রান্ডের সিঙ্গেল এবং ডাবল গ্যাসের চুলা রয়েছে। আপনি যদি একটি ডাবল গ্যাসের চুলা কিনতে চান, তাহলে ২৫০০ টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকার মাঝে কিনতে পারবেন। ওয়ালটন এ ডাবল গ্যাস ষ্টোভগুলোর দাম ২৫০০ টাকা থেকে শুরু হয় এবং মানের উপর ভিত্তি করে দাম বেশি হয়ে থাকে।

আপনি যদি অল্প দামের মাঝে একটি ওয়ালটন এর গ্যাসের চুলা কিনতে চান, তাহলে ২৫৫৫ টাকার মাঝেই কিনতে পারবেন। এছাড়াও, ৬ হাজার টাকা পর্যন্ত অনেক ভালো মানের গ্যাসের চুলা রয়েছে।

ওয়ালটন ব্রান্ডের ডাবল বার্নার গ্যাস ষ্টোভ এর মূল্য তালিকা —

  1. WGS-GNS1 (LPG / NG) — গ্যাস ষ্টোভের দাম — ৪,০৯০ টাকা
  2. WGS-DS1 (LPG / NG) — গ্যাস ষ্টোভের দাম — ২৫৫৫ টাকা
  3. WGS-GSLS1 (LPG/NG) — গ্যাস ষ্টোভের দাম — ২,৯৯০ টাকা
  4. WGS-GDC90 (LPG/NG) — গ্যাস ষ্টোভের দাম — ৪,৪৯০ টাকা
  5. WGS-3GNS1 (LPG / NG) — গ্যাস ষ্টোভের দাম — ৪,৩০০ টাকা
  6. WGS-DS2 (LPG / NG) — গ্যাস ষ্টোভের দাম — ৩,১৫০ টাকা
  7. WGS-SDH90 (LPG / NG) — গ্যাস ষ্টোভের দাম — ২,৮৯০ টাকা
  8. WGS-GSLH1 (LPG/NG) — গ্যাস ষ্টোভের দাম — ৩০০০ টাকা
  9. WGS-GNS2 (LPG / NG) — গ্যাস ষ্টোভের দাম — ৩৮৫০ টাকা
  10. WGS-DSB2 (LPG / NG) — গ্যাস ষ্টোভের দাম — ৩,০০০ টাকা
  11. WGS-GDC11 (LPG/NG) — গ্যাস ষ্টোভের দাম — ৪,৫৯০ টাকা

Walton Double Burner Gas Stove কিনতে চাইলে উপরের এই মডেলের গ্যাসের চুলাগুলো কিনতে পারেন। এগুলো অনলাইনে অর্ডার করে কিনতে পারবেন কিংবা সরাসরি যেকোনো ওয়ালটন এর শপে গিয়ে ক্রয় করতে পারবেন।

ওয়ালটন ব্রান্ডের গ্যাস ষ্টোভগুলো সাধারণত অনেক ভালো মানের হয়ে থাকে। তাই, আপনি যদি অল্প দামের মাঝে একটি ভালো মানের গ্যাস ষ্টোভ কিনতে চান, তাহলে ২৫০০ টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকার মাঝেই কিনতে পারবেন।

আরও পড়ুন — সেলাই মেশিনের দাম কত টাকা

শেষ কথা

আজকের এই ব্লগে আপনাদের সাথে ডাবল গ্যাসের চুলার দাম কত টাকা তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পোস্টের ভিতর বিভিন্ন ব্রান্ডের ডাবল ষ্টোভের গ্যাসের চুলার দাম কত টাকা তার মূল্য তালিকা শেয়ার করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে বাংলাদেশের বিভিন্ন গ্যাস ষ্টোভের দাম সম্পর্কে ধারণা পাবেন।

Leave a Comment