বাসা কিংবা অফিস যেটাই নির্মাণ করুন না কেন, সিমেন্ট অতীব প্রয়োজনীয় একটি জিনিস। সুপারক্রিট সিমেন্ট দাম কত টাকা আজকে তা নিয়েই এই পোস্ট। সম্পূর্ণ পড়লে সুপারক্রিট সিমেন্টের দাম সম্পর্কে জানতে পারবেন।
ইট, বালু কিংবা পাথর এবং বালু দিয়ে যেকোনো নির্মাণ কাজ করতে গেলে সিমেন্ট লাগবেই। সিমেন্ট আমাদের দেশে কয়েকটি ব্রান্ডের রয়েছে। আপনি যদি নতুন বাসা কিংবা যেকোনো কন্সট্রাকশন নির্মাণ করতে চান, তাহলে কোন সিমেন্ট ভালো তা নিয়ে নিশ্চয়ই চিন্তায় আছেন।
আমাদের দেশের সিমেন্ট ব্রান্ডগুলোর মাঝে সুপারক্রিট সিমেন্ট অনেক ভালো মানের হয়ে থাকে। এই সিমেন্ট ব্যবহার করে যেকোনো কন্সট্রাকশন এর কাজ করতে পারবেন। তো চলুন, সুপারক্রিট সিমেন্টের দাম কত টাকা আজকে তা জেনে নেয়া যাক।
পোস্টের বিষয়বস্তু
সুপারক্রিট সিমেন্ট দাম কত টাকা
সুপারক্রিট সিমেন্ট এর দাম ৫৮০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনার এলাকায় যেকোনো সিমেন্ট এর দোকান থেকে ৫৮০ টাকা থেকে ৬০০ টাকা দামে এক বস্তা সুপারক্রিট সিমেন্ট কিনতে পারবেন। এছাড়াও স্থানভেদে সুপারক্রিট সিমেন্ট এর দাম ৬২০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
সুপারক্রিট সিমেন্ট ব্যবহার করে অনেকেই এখন নির্মাণ কাজ করছেন। এই সিমেন্টটি অনেক ভালো মানের হওয়ার কারণে নির্মাণ কাজ অনেক দ্রুত সম্পন্ন করা যায় এবং স্থাপনা হয় অনেক শক্তিশালী। আপনিও যদি নির্মাণ কাজ করার জন্য সিমেন্ট কিনতে চান, তাহলে সুপারক্রিট সিমেন্ট কিনতে পারেন।
প্রতি বস্তা সুপারক্রিট সিমেন্ট এর দাম ৫৮০ টাকা থেকে শুরু করে ৬২০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে, আপনি যদি কোনো পাইকারি দোকান থেকে ক্রয় করেন, তাহলে প্রতি বস্তা সুপারক্রিট সিমেন্ট দাম ৫৮০ টাকা হবে। এছাড়া, খুচরা দোকান থেকে ক্রয় করলে প্রতি বস্তা সিমেন্ট এর দাম ৬২০ টাকা পর্যন্ত হতে পারে। তবে, প্রায় সব এলাকায় ৫৮০-৬০০ টাকায় এই সিমেন্ট বিক্রি হচ্ছে।
আরও পড়ুন — হারভেস্টার ধান কাটার মেশিনের দাম কত টাকা
সুপার কিট সিমেন্ট দাম ২০২৪
সুপার ক্রিট সিমেন্ট এর দাম ২০২৪ সালে একটু বৃদ্ধি পাওয়ার কারণে এখন প্রতি বস্তা সিমেন্ট ৫৮০ টাকা থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। আপনি যদি এক সাথে কয়েক বস্তা সুপার ক্রিট সিমেন্ট ক্রয় করেন, তাহলে ৫৮০ টাকা থেকে ৬০০ টাকা দামের মাঝেই ক্রয় করতে পারবেন।
এছাড়াও, অনেক পাইকারি দোকানে এই সিমেন্ট এর দাম আরও কম। তবে, আপনি যদি খুচরা ব্যবসায়ীর কাছে থেকে এই সিমেন্ট ক্রয় করেন, তাহলে দাম আরও বেশি পড়বে। যেকোনো নির্মাণ কাজ করার জন্য সুপার কিট সিমেন্ট ক্রয় করতে পারেন।
এক বস্তা সুপার ক্রিট সিমেন্ট এর দাম কত টাকা ২০২৪
এক বস্তা সুপার ক্রিট সিমেন্ট এর দাম আজকে ৫৮০-৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দোকান এবং স্থান ভেদে অনেক সময় দাম কিছুটা কম বা বেশি হয়ে থাকে। ২০২৪ সালে সুপারক্রিট সিমেন্ট এর দাম কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে এখন ৫০ কেজি সিমেন্ট কিনতে চাইলে ৫৮০ টাকা থেকে ৬০০ টাকা লাগবে।
স্থানভেদে অনেক সময় ৫৮০ টাকার নিচেও এই সিমেন্ট বিক্রি হচ্ছে। তবে, বেশিরভাগ এলাকায় এক বস্তা সুপারক্রিট সিমেন্ট এর দাম ৫৮০ টাকা থেকে ৬০০ টাকা বিক্রি হচ্ছে। নির্মাণ কাজ করতে চাইলে এক বস্তা সুপার ক্রিট সিমেন্ট এই দামে ক্রয় করতে পারবেন। পাইকারি দোকান থেকে বেশি পরিমাণে ক্রয় করলে আরও কম দামে কিনতে পারবেন।
আরও পড়ুন — গ্যাসের চুলার দাম কত টাকা
সুপারক্রিট সিমেন্ট এর আজকের দাম কত
সুপারক্রিট সিমেন্ট এর আজকের দাম ৫৮০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত। বিভিন্ন জায়গায় ৫৮০ টাকা প্রতি বস্তা সুপারক্রিট সিমেন্ট বিক্রি হচ্ছে। আবার, কিছু জায়গায় Supercrete Cement এর দাম ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
তাই, আপনি যদি সুপারক্রিট সিমেন্ট দিয়ে নির্মাণ কাজ করতে চান, তাহলে কয়েকটি দোকান যাচাই করে দাম জেনে নিবেন। যে দোকানে সবথেকে কম দামে পাবেন, সেখান থেকেই ক্রয় করবেন। অনেক পাইকারি দোকানে এই সিমেন্ট এর দাম আরও কমে বিক্রি হচ্ছে।
তাই, সিমেন্ট কেনার পূর্বে অবশ্যই বাজার যাচাই করে নিতে ভুলবেন না। স্থানভেদেও অনেক সময় সিমেন্ট এর দাম কমবেশি হয়ে থাকে। কারণ, পরিবহন খরচ এর কারণে ব্যবসায়ীরা অনেক সময় দাম বৃদ্ধি করে থাকে। তবে, সারা বাংলাদেশে আজকে সুপারক্রিট সিমেন্ট ৫৮০ টাকা থেকে ৬০০ টাকার মাঝেই কিনতে পারবেন। কিছু ক্ষেত্রে আরও কমেও পেতে পারেন।
হোলসিম সিমেন্ট দাম ২০২৪
হোলসিম সিমেন্ট এর দাম আজকে ৫৪০ টাকা থেকে ৫৬০ টাকা। এক বস্তা হোলসিম সিমেন্ট ৫৪০ টাকা থেকে শুরু করে ৫৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আপনি যদি বাসা-বাড়ি কিংবা যেকোনো নির্মাণ কাজ করতে চান, তাহলে অল্প দামের মাঝে ভালো সিমেন্ট হিসেবে হোলসিম সিমেন্ট ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন — সেলাই মেশিনের দাম কত টাকা
হোলসিম সিমেন্ট ব্যবহার করে ইতোমধ্যে অনেকেই বিভিন্ন নির্মাণ কাজ করছেন। তাই, আপনিও চাইলে এই সিমেন্ট ব্যবহার করে নির্মাণ কাজ করতে পারেন। হোলসিম সিমেন্ট এর দাম আমাদের দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে। কারণ, পরিবহন খরচ ভিন্ন হওয়ার কারণে দাম কিছুটা কম বা বেশি হয়ে থাকে।
তবে, হোলসিম সিমেন্ট দাম ২০২৪ সালে ৫৪০ টাকা থেকে ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামের মাঝেই আপনি ৫০ কেজি ওজনের একটি সিমেন্ট এর বস্তা কিনতে পারবেন।
ক্রাউন সিমেন্ট দাম ২০২৪
ক্রাউন সিমেন্ট এর দাম আজকে ৫৮০ টাকা থেকে ৫৯০ টাকা। ক্রাউন সিমেন্ট আমাদের দেশে অনেক বেশি পরিমানে ব্যবহার করা হয়। অনেকেই তাদের বাসা কিংবা যেকোনো কন্সট্রাকশন এর কাজ করার জন্য ক্রাউন সিমেন্ট ব্যবহার করে থাকেন।
আপনি যদি এক বস্তা ক্রাউন সিমেন্ট কিনতে চান, তাহলে ক্রাউন সিমেন্ট এর দাম ২০২৪ অনুযায়ী প্রতি ৫০ কেজি সিমেন্ট এর বস্তা ৫৮০ টাকা থেকে শুরু করে ৫৯০ টাকায় কিনতে পারবেন। তবে, স্থানভেদে কিছু জায়গায় ৬০০ টাকা দামেও ক্রাউন সিমেন্ট বিক্রি হচ্ছে।
আরও পড়ুন — ডাবল গ্যাসের চুলার দাম কত টাকা
শাহ সিমেন্ট স্পেশাল দাম 2024
শাহ সিমেন্ট এর বস্তা ৫২০ টাকা থেকে ৫৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে, আপনার এলাকায় এই দামের থেকে ১০/২০ টাকা কম বা বেশি হতে পারে। কারণ, পরিবহন খরচ এর ভিন্নতা থাকার কারণে কিছু জায়গায় শাহ সিমেন্ট এর দাম কমবেশি হয়ে থাকে।
শাহ সিমেন্ট স্পেশাল দাম 2024 উপলক্ষ্যে ৫২০ টাকা থেকে ৫৪০ টাকা। স্থানভেদে এই দামের মাঝেই প্রতি বস্তা শাহ সিমেন্ট ক্রয় করতে পারবেন।
স্ক্যান সিমেন্ট এর দাম ২০২৪
স্ক্যান সিমেন্ট এর দাম আজকে ৫৪০ টাকা থেকে ৫৬০ টাকা। স্ক্যান সিমেন্ট কিনতে চাইলে এই দামের মাঝে কিনতে পারবেন। এলাকা ভেদে অনেক সময় দাম কিছুটা কমবেশি হয়ে থাকে। তবে, স্ক্যান সিমেন্ট প্রতি বস্তার দাম ৫৪০ টাকা থেকে ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন — আজকে টিনের দাম কত টাকা
আপনি যদি যেকোনো নির্মাণ কাজ করতে চান, তাহলে স্ক্যান সিমেন্ট ক্রয় করতে পারেন। স্ক্যান সিমেন্ট এর দাম ২০২৪ সালে কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে এখন ৫৪০-৫৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি দোকান থেকে Scan Cement ক্রয় করলে কিছুটা কম দামের মাঝেই পাবেন।
সেভেন রিংস সিমেন্ট দাম ২০২৪
সেভেন রিংস সিমেন্ট এর দাম ৫৭০ টাকা থেকে ৫৮০ টাকা। প্রতি বস্তা সেভেন রিংস সিমেন্ট এর দাম ৫৭০-৫৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আপনি যদি নির্মাণ কাজ করার জন্য সিমেন্ট ক্রয় করতে চান, তাহলে সেভেন রিংস সিমেন্ট কিনতে পারেন।
আরও পড়ুন — গিয়ার সাইকেলের দাম কত টাকা
আমাদের দেশে বিভিন্ন পাইকারি দোকানে সেভেন রিংস সিমেন্ট বিক্রি করা হচ্ছে অনেক কম দামে। আপনি চাইলে এসব দোকান থেকে ৫৭০ টাকা থেকে ৫৮০ টাকা হিসেবে প্রতি বস্তা সিমেন্ট কিনতে পারবেন।
আকিজ সিমেন্ট দাম ২০২৪
আকিজ সিমেন্ট এর দাম বাংলাদেশে আজকে ৫৮০ টাকা থেকে ৫৯০ টাকা প্রতি বস্তা। কিছু দোকানে প্রতি বস্তা আকিজ সিমেন্ট এর দাম ৬০০ টাকা অব্দি বিক্রি হচ্ছে। নির্মাণ কাজ করার জন্য আকিজ সিমেন্ট কিনতে চাইলে ৫৮০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকায় প্রতি বস্তা সিমেন্ট কিনতে পারবেন।
নির্মাণ কাজ করার জন্য আমাদের দেশের অনেকেই এখন আকিজ সিমেন্ট ব্যবহার করে থাকেন। নির্মাণ কাজ দ্রুত এবং শক্তিশালী করার জন্য আকিজ সিমেন্ট ব্যবহার করতে পারেন আপনিও। যেকোনো পাইকারি দোকান থেকে অনেক কম দামেই কিনতে পারবেন এই সিমেন্ট।
শেষ কথা
আজ দাম কত ওয়েবসাইটের আজকের এই ব্লগে আপনাদের সাথে সুপারক্রিট সিমেন্ট দাম কত টাকা তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখানে সুপারক্রিট সিমেন্ট দাম কত টাকা ২০২৪ ছাড়াও আকিজ সিমেন্ট এর দাম, সেভেন রিংস সিমেন্ট এর দাম, ক্রাউন সিমেন্ট এর দাম এবং স্ক্যান সিমেন্ট এর দাম শেয়ার করেছি।
প্রয়োজনীয় জিনিসের দাম, ইলেক্ট্রনিক্স পণ্যের দাম, খাদ্যদ্রব্যের দাম, স্বর্ণের দাম ইত্যাদি সম্পর্কে আপডেট জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।