সেলাই মেশিন কিনতে চাচ্ছেন? কিন্তু, সেলাই মেশিনের দাম কত টাকা জানেন না? এই পোস্টে বিভিন্ন প্রকার সেলাই মেশিন এর দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আমাদের দেশে অনেকেই ব্যবসার জন্য সেলাই মেশিন ব্যবহার করে থাকে। এছাড়াও, কেউ কেউ নিজের কাপড় এবং পরিবারের কাপড় সেলাই করতে সেলাই মেশিন ব্যবহার করে। সেলাই মেশিন বিভিন্ন প্রকার রয়েছে। পা চালিত সেলাই মেশিন এবং ইলেকট্রিক সেলাই মেশিন পাওয়া যায়।
পা চালিত সেলাই মেশিনের তুলনায় ইলেকট্রিক সেলাই মেশিনের দাম একটু বেশি। তবে, এই দুই ধরনের সেলাই মেশিনের দাম এবং পোর্টেবল সেলাই মেশিনের দাম উল্লেখ করে দিবো এই পোস্টে। চলুন, জেনে নেয়া যাক।
পোস্টের বিষয়বস্তু
সেলাই মেশিনের দাম কত
পোর্টেবল সেলাই মেশিনগুলো আকারে ছোট হয় এবং এই সেলাই মেশিনগুলোর দাম ৮০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া, পা চালিত সেলাই মেশিনের দাম ৭ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা অব্দি হয়ে থাকে। ইলেকট্রিক সেলাই মেশিনগুলোর দাম ১২ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা অব্দি হয়ে থাকে।
সেলাই মেশিনের আকার, ধরণ এবং ব্রান্ডের উপর নির্ভর করে এর দাম কম বা বেশি হয়ে থাকে। একটি সেলাই মেশিন ৩০০ টাকাতেও কিনতে পারবেন, আবার ৫০ হাজার টাকাতেও কিনতে পারবেন। সেলাই মেশিনের দাম সম্পর্কে নিচে আরও বিস্তারিত জানতে পারবেন।
আরও পড়ুন — গ্যাসের চুলার দাম কত টাকা
সিঙ্গার সেলাই মেশিনের দাম ২০২৪ বাংলাদেশ
সিঙ্গার সেলাই মেশিনের দাম ১১ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। পা চালিত একটি সিঙ্গার সেলাই মেশিনের দাম ১১ হাজার টাকা। এছাড়া, ইলেকট্রিক সেলাই মেশিন সিঙ্গার এর দাম ১২ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
নিচে সিঙ্গার সেলাই মেশিন এর দাম কত টাকা তার একটি মূল্য তালিকা উল্লেখ করে দেয়া হয়েছে —
- SINGER Sewing Machine — দাম — 11,020 টাকা
- SINGER Electric Sewing Machine | 1408 — দাম — 12,990 টাকা
- SINGER Electric Sewing Machine | 1412 — দাম — 15,990 টাকা
- SINGER Electric Sewing Machine | SM024 — দাম — 16,990 টাকা
- ZOJE Industrial Sewing Machine | ZJ9513 — দাম — 29,990 টাকা
- ZOJE Industrial Sewing Machine | A6000R — দাম — 31,990 টাকা
- Zoje Industrial Sewing Machine | A6000-D-G — দাম — 37,990 টাকা
- Zoje Industrial Sewing Machine | B9000-13 — দাম — 48,990 টাকা
এখানে উল্লেখ করে দেয়া প্রথম মেশিনটি শুধুমাত্র পা চালিত। বাকী সবগুলো মেশিন ইলেকট্রিক। সিঙ্গার এর একটি মাত্র পা চালিত মেশিন আছে। এখন সবাই ইলেকট্রিক সেলাই মেশিন ব্যবহার করে থাকে। তাই, আপনি চাইলে একটি ইলেকট্রিক সেলাই মেশিন কিনতে পারেন। অফারে ১ হাজার টাকা কম দামে সিঙ্গারের সেলাই মেশিন কিনতে পারবেন।
আরও পড়ুন — ওয়াটার হিটার প্রাইস ইন বাংলাদেশ
বাটারফ্লাই সেলাই মেশিনের দাম ২০২৪ বাংলাদেশ
বাটারফ্লাই সেলাই মেশিনের দাম ২০২৪ সালে ৮ হাজার টাকা থেকে ১০ হাজার টাকার মাঝে কিনতে পারবেন। বাটারফ্লাই ব্রান্ডের পা চালিত একটি সেলাই মেশিনের দাম এখন ৮ হাজার থেকে ১০ হাজারের মাঝে বিক্রি হচ্ছে। পা চালিত সেলাই মেশিন কিনতে চাইলে এটি কিনতে পারেন।
আমাদের দেশে সবথেকে জনপ্রিয় সেলাই মেশিন হচ্ছে বাটারফ্লাই ব্রান্ডের। আপনিও যদি একটি ভালো মানের বাটারফ্লাই সেলাই মেশিন কিনতে চান, তাহলে ৮ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার মাঝেই কিনতে পারবেন।
এছাড়াও, বাটারফ্লাই এর একটি ইলেকট্রিক সেলাই মেশিন রয়েছে যেটির দাম ১৫ হাজার টাকা। আপনি যদি বাটারফ্লাই ব্রান্ডের ওভারলক সেলাই মেশিন কিনতে চান, তাহলে ১০ হাজার টাকার মাঝেই কিনতে পারবেন।
বাটারফ্লাই ব্রান্ডের পা চালিত সেলাই মেশিন কেনার পর সেটিতে মাত্র ১২৫০ টাকা দিয়ে একটি মোটর লাগিয়ে ইলেকট্রিক বানিয়ে ফেলতে পারবেন। অল্প দামের মাঝে ভালো একটি সেলাই মেশিন কিনতে চাইলে অবশ্যই বাটারফ্লাই এর সেলাই মেশিন ক্রয় করুন।
আরও পড়ুন — নেবুলাইজার মেশিনের দাম কত টাকা
ওয়ালটন সেলাই মেশিনের দাম ২০২৪
একটি ওয়ালটন সেলাই মেশিনের দাম ৭ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে, ওয়ালটন এর সেলাই মেশিন এখন আর বিক্রি হয়না। পূর্বে যেসব সেলাই মেশিন বিক্রি হতো, সেগুলো এই দামে বিক্রি হয়েছে।
আপনি যদি ওয়ালটন সেলাই মেশিন কিনতে চান, তাহলে পুরাতন কিনতে হবে। নতুন করে ওয়ালটন এর সেলাই মেশিন বিক্রি হয়না। ওয়ালটন এর ইলেকট্রিক সেলাই মেশিনগুলো তৈরি করা বন্ধ রয়েছে। আপনি যদি ভালো মানের একটি সেলাই মেশিন কিনতে চান, তাহলে সিঙ্গার বা বাটারফ্লাই এর সেলাই মেশিন কিনতে পারেন।
আরও পড়ুন — আজকে টিনের দাম কত টাকা
জান্নাত সেলাই মেশিনের দাম কত
জান্নাত সেলাই মেশিন আমাদের পাশের দেশ ভারতের একটি পণ্য। আপনি যদি জান্নাত সেলাই মেশিন কিনতে চান, তাহলে ৬,৫০০ রুপি বা বাংলাদেশের প্রায় ৭ হাজার টাকা লাগবে। বাংলাদেশের ৭ হাজার টাকা থেকে ৮ হাজার টাকার মাঝে একটি জান্নাত সেলাই মেশিন কিনতে পারবেন।
আমাদের দেশের অনেক দোকানে জান্নাত সেলাই মেশিন বিক্রি হয়ে থাকে। তাই, এই সেলাই মেশিনটি কিনতে চাইলে প্রায় ৭-৮ হাজার টাকা লাগবে। তবে, এই সেলাই মেশিনটি কিন্তু ইলেকট্রিক না। এটি একটি পা চালিত সেলাই মেশিন।
আরও পড়ুন — আজকে চার্জার ফ্যান এর দাম
সিংগার সেলাই মেশিনের দাম কত
একটি সিংগার সেলাই মেশিনের দাম ১১ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি একটি পা চালিত সিংগার সেলাই মেশিন কিনতে চান, তাহলে ১১ হাজার টাকার মাঝেই কিনতে পারবেন। এছাড়াও, ইলেকট্রিক সিংগার সেলাই মেশিনগুলোর দাম সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
এই দামের মাঝে ভিন্ন রকমের সেলাই মেশিন পাবেন। তাই, আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি সেলাই মেশিন বেছে নিতে পারেন।
আরও পড়ুন — সোলার প্যানেল এর দাম কত টাকা
পা চালিত সেলাই মেশিনের দাম কত
একটি পা চালিত সেলাই মেশিনের দাম ৭ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও, কিছু পা চালিত সেলাই মেশিনের দাম ১১ হাজার অব্দি হয়। আপনি যদি বাটারফ্লাই ব্রান্ডের একটি পা চালিত সেলাই মেশিন কিনতে চান, তাহলে ৭ হাজার থেকে ১০ হাজারের মাঝেই কিনতে পারবেন। এছাড়া, ১১ হাজার টাকা দিয়ে সিঙ্গার এর পা চালিত সেলাই মেশিন কিনতে পারবেন।
ব্রান্ড ভেদে এবং সেলাই মেশিনের ধরনের উপর নির্ভর করে দাম কম বা বেশি হয়ে থাকে। তাই, আপনি কী ধরনের সেলাই মেশিন চাচ্ছেন তা নির্ধারণ করুন। এরপর, বাজার যাচাই করে একটি ভালো মানের সেলাই মেশিন কিনতে পারবেন।
তবে, পা চালিত পুরাতন অনেক সেলাই মেশিন পাওয়া যায় যেগুলোর দাম অনেক কম। আপনি চাইলে এই পা চালিত সেলাই মেশিনগুলো কিনতে পারেন। কারণ, একটি নতুন সেলাই মেশিনের প্রায় অর্ধেকের কম দামে এই মেশিনগুলো কেনা সম্ভব।
আরও পড়ুন — হারভেস্টার ধান কাটার মেশিনের দাম কত টাকা
মিনি সেলাই মেশিনের দাম কত?
মিনি সেলাই মেশিনের দাম ৮০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। একটি মিনি পোর্টেবল সেলাই মেশিন ৮০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মাঝেই কিনতে পারবেন। তবে, ১৫০০ টাকা থেকে ২০০০ টাকার মাঝে অনেক ভালো মানের মিনি পোর্টেবল সেলাই মেশিন কিনতে পাওয়া যায়।
মিনি সেলাই মেশিনের থেকেও ছোট অনেক সেলাই মেশিন পাওয়া যায় যেগুলো এক হাতে নিয়ে ব্যবহার করে সেলাই করা যায়। এই সেলাই মেশিনগুলোর দাম ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
আরও পড়ুন — ১২ ভোল্ট ব্যাটারি দাম কত টাকা
ঊষা সেলাই মেশিনের দাম কত
ঊষা সেলাই মেশিন ভারতের একটি পণ্য। এই সেলাই মেশিনটি কিনতে চাইলে ৮ হাজার রুপি দিয়ে কিনতে হবে। যা বাংলাদেশের টাকায় প্রায় ৯ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হবে। তাই, আপনি যদি ঊষা সেলাই মেশিন কিনতে চান, তাহলে ৯ থেকে ১০ হাজার টাকা লাগবে।
আমাদের দেশে অনেক দোকানেই ঊষা সেলাই মেশিন বিক্রি করে থাকে। তারা ভারত থেকে আমদানি করে এসব সেলাই মেশিন বিক্রি করে। এই সেলাই মেশিনগুলো পা চালিত এবং ইলেকট্রিক উভয়ই পাওয়া যায়।
FAQ
বাটারফ্লাই সেলাই মেশিন দাম কত ২০২৪?
স্ট্যান্ড ছাড়া একটি বাটারফ্লাই সেলাই মেশিনের দাম ৫,৫০০ টাকা থেকে ৬,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে, স্ট্যান্ড সহ একটি বাটারফ্লাই সেলাই মেশিনের দাম ৭ হাজার টাকা থেকে ১০ হাজার অব্দি হয়ে থাকে।
মিনি সেলাই মেশিনে কি মোটা কাপড় সেলাই করা যায়?
মিনি সেলাই মেশিনে মোটা কাপড় সেলাই করা যায়না। মিনি সেলাই মেশিন দিয়ে অল্প এবং পাতলা কাপড় অনেক সহজে সেলাই করা যায়। এই মেশিনে মোটা কাপর সেলাই করতে গেলে মেশিনের সুই অনেক দ্রুত ভেঙ্গে যাবে এবং সেলাই হবেনা।
এতক্ষণ যাবত পোস্টটি পড়ে থাকলে সেলাই মেশিনের দাম কত টাকা বাংলাদেশে ২০২৪ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। সেলাই মেশিন কিনতে চাইলে বাটারফ্লাই কিংবা সিঙ্গার এর সেলাই মেশিন কিনুন। এগুলো দামে কম এবং মানে ভালো হয়ে থাকে।
প্রয়োজনীয় জিনিসের দাম, ইলেক্ট্রনিক্স পণ্যের দাম, খাদ্যদ্রব্যের দাম, স্বর্ণের দাম ইত্যাদি সম্পর্কে আপডেট জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।