কাজু বাদাম দাম কত টাকা বাংলাদেশে ২০২৪

কাজু বাদাম কিনতে চাচ্ছেন কিন্তু কাজু বাদাম দাম কত টাকা জানেন না? আজকের এই ব্লগটি সম্পূর্ণ পড়লে কাজু বাদামের দাম কত টাকা বাংলাদেশে তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

কাজু বাদাম অনলাইন থেকে এবং সরাসরি মুদি দোকান থেকে কেনা যায়। অনেকেই কাজু বাদাম সচরাচর ক্রয় করেন না জন্য এর সঠিক দাম জানেন না। তাই, আমি আজ আপনাদের সাথে কাজু বাদাম কত টাকা কেজি ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

তো চলুন, ৫০ গ্রাম, ১০০ গ্রাম এবং ১ কেজি কাজু বাদামের দাম কত টাকা তা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

কাজু বাদাম দাম কত টাকা

কাজু বাদাম প্রতি কেজির দাম এখন ১ হাজার টাকা থেকে ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে। আপনি চাইলে অনলাইন থেকে কিংবা যেকোনো মুদি দোকান থেকে কাজু বাদাম কিনতে পারবেন। ১ কেজি ছাড়াও ৫০ গ্রাম এবং ১০০ গ্রাম ওজনেরও কাজু বাদাম কিনতে পারবেন।

৫০ গ্রাম কাজু বাদামের দাম কত টাকা

৫০ গ্রাম কাজু বাদামের দাম ৫০ টাকা থেকে ৬০ টাকা হয়ে থাকে। ৫০ গ্রাম খোলা কাজু বাদাম কিনতে পারবেন কিংবা প্যাকেট করা ৫০ গ্রাম কাজু বাদাম কিনতে পারবেন। অনলাইন থেকে এবং সরাসরি যেকোনো মুদি দোকান থেকে কাজু বাদাম কিনতে পারবেন।

পূর্বে কাজু বাদামের দাম কিছুটা কম ছিলো। এখন ৫০ গ্রাম কাজু বাদাম কিনতে গেলে ৫০ টাকা থেকে ৬০ টাকা কিংবা স্থানভেদে ৭০ টাকা পর্যন্ত নিতে পারে।

আরও পড়ুন — চিয়া সিড এর দাম কত টাকা

100 গ্রাম কাজু বাদামের দাম কত টাকা

১০০ গ্রাম কাজু বাদামের দাম ১০০ টাকা থেকে ১২০ টাকা। আমাদের দেশের বিভিন্ন মুদি দোকান কিংবা অনলাইন শপিং ওয়েবসাইট থেকে কাজু বাদাম কিনতে পারবেন। কাজু বাদামের ১০০ গ্রাম প্যাকেট বিক্রয় করে থাকে অনেক ওয়েবসাইট।

এছাড়াও, বিভিন্ন মুদি দোকান থেকে খোলা কিংবা প্যাকেটজাত ১০০ গ্রাম কাজু বাদাম কিনতে পারবেন। পূর্বে ১০০ গ্রাম কাজু বাদামের দাম ১০০ টাকা থাকলেও এখন তা ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

২৫০ গ্রাম কাজু বাদামের দাম কত টাকা

২৫০ গ্রাম কাজু বাদামের দাম ২৫০ টাকা থেকে ২৭০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি মুদি দোকান থেকে কাজু বাদাম ২৫০ গ্রাম ক্রয় করেন, তাহলে ২৫০ টাকা দামে কিনতে পারবেন। এছাড়া, অনলাইন থেকে ২৫০ গ্রাম কাজু বাদাম কিনতে চাইলে ২৫০ টাকা থেকে ২৭০ টাকা লাগতে পারে।

২৫০ গ্রাম কাজু বাদাম খোলা এবং প্যাকেটজাত করে বিক্রি করা হয়ে থাকে। কাজু বাদাম খেতে চাইলে ৫০ গ্রাম/১০০ গ্রাম/২৫০ গ্রাম অথবা ১ কেজি পরিমাণে কিনতে পারেন। ইতোমধ্যে ৫০ গ্রাম কাজু বাদামের দাম কত টাকা, ১০০ গ্রাম কাজু বাদামের দাম কত টাকা এবং ২৫০ গ্রাম কাজু বাদামের দাম কত টাকা তা উল্লেখ করে দিয়েছি।

আরও পড়ুন — আখরোট এর দাম কত টাকা

তো চলুন, বাংলাদেশে ১ কেজি কাজু বাদামের দাম কত টাকা তা জেনে নেয়া যাক।

১ কেজি কাজু বাদামের দাম কত টাকা

১ কেজি কাজু বাদাম এর দাম ১০০০ টাকা থেকে ১০৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন মুদি দোকান থেকে ১ কেজি পরিমাণ কাজু বাদাম কিনতে পারবেন। এছাড়াও, ই-কমার্স ওয়েবসাইটগুলো থেকেও সহজেই ১ কেজি পরিমাণ কাজু বাদাম কিনতে পারবেন।

অনলাইন থেকে কিনুন কিংবা সরাসরি মুদি দোকান থেকে, ১ কেজি কাজু বাদামের দাম ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত নিবে। এর থেকে বেশি দাম চাইলে অবশ্যই কয়েকটি দোকান বা ওয়েবসাইট যাচাই করে নিবেন। দাম যাচাই করে নিলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে সবথেকে কম।

কাজু বাদাম কত টাকা কেজি

অনেকেই কাজু বাদাম কেজি পরিমাণে কিনে থাকেন। তাই, কাজু বাদাম কত টাকা কেজি তা জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। আপনিও যদি এক কেজি কিংবা এর বেশি পরিমাণ কাজু বাদাম কিনতে চান, তাহলে আজকের রেট অনুযায়ী কেজি প্রতি কাজু বাদামের দাম পড়বে ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০ টাকা।

অর্থাৎ, এখন প্রতি কেজি কাজু বাদাম বিক্রি হচ্ছে ১০০০-১০৫০ টাকায়। যেকোনো মুদি দোকান থেকে কিংবা অনলাইন থেকে কাজু বাদাম অর্ডার করতে পারবেন। বিভিন্ন অনলাইন ই-কমার্স ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে কাজু বাদাম বিক্রি করে থাকে।

আরও পড়ুন — আজকে ব্রয়লার মুরগির দাম কত টাকা 

আপনি এসব ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ থেকে কাজু বাদাম কিনতে পারবেন। এছাড়াও, সরাসরি মুদি দোকান থেকে কাজু বাদাম কিনতে পারবেন। সরাসরি ক্রয় করলে কাজু বাদামের কোয়ালিটি চেক করে ক্রয় করতে পারবেন। যদিও এখন অনলাইন থেকে অনেক ভালো মানের পণ্য পাওয়া যায়।

কাজু বাদামের পাইকারি দাম কত টাকা

কাজু বাদামের পাইকারি দাম ৮০০ টাকা থেকে ৯০০ টাকা কেজি হয়ে থাকে। বিভিন্ন স্থানে বিভিন্ন রকম দামে কাজু বাদাম বিক্রি হয়। কাজু বাদাম পাইকারি দামে কিনতে চাইলে ১ কেজি কাজু বাদামের দাম ৮০০ টাকা থেকে ৯০০ টাকা অব্দি পড়বে।

এছাড়াও, অনেক জায়গায় কাজু বাদাম প্রতি কেজি ৯০০ টাকা থেকে ৯৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তাই, আপনি যদি কাজু বাদাম পাইকারি দামে কিনতে চান, তাহলে এমন দামে কিনতে পারবেন। এছাড়াও, ভালো মানের কাজু বাদাম এর পাইকারি দামও ৯০০ টাকা থেকে ৯৫০ টাকা হয়ে থাকে।

আরও পড়ুন — বাসমতি চালের দাম কত টাকা

খুচরা ব্যবসায়ীরা কাজু বাদাম পাইকারি দামে ক্রয় করে প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ করে থাকে। অনেক সময় ২০ টাকা থেকে ৫০ টাকা লাভ করে থাকে প্রতি কেজি কাজু বাদামে। অর্থাৎ, খুচরা দামে কাজু বাদাম কিনতে চাইলে দাম একটু বেশি পড়বে। তবে, পাইকারি দামে কাজু বাদাম কিনতে চাইলে অনেক বেশি পরিমাণে ক্রয় করতে হবে যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়।

FAQ

এক কেজি কাজু বাদামের দাম কত টাকা?

এক কেজি কাজু বাদামের দাম ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০ টাকা হয়ে থাকে। যেকোনো মুদি দোকান থেকে কিংবা অনলাইন থেকে এক কেজি পরিমাণ কাজু বাদাম ক্রয় করতে পারবেন এই দামে। এর থেকে বেশি দাম চাইলে অবশ্যই কয়েকটি দোকান যাচাই করুন।

1000 গ্রাম কাজু বাদামের দাম কত টাকা?

1000 গ্রাম কাজু বাদামের দাম আমাদের দেশে ১ হাজার টাকা থেকে ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, পাইকারি দামে ১ হাজার গ্রাম বা ১ কেজি কাজু বাদাম ৯০০ টাকা থেকে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কাজু বাদামের কেজি কত টাকা?

কাজু বাদামের কেজি আমাদের দেশে আজকের কাজু বাদামের দাম অনুযায়ী ১ হাজার টাকা থেকে শুরু করে ১০৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মুদি দোকান থেকে ১ হাজার টাকা দামে ১ কেজি কাজু বাদাম কিনতে পারবেন। অনলাইন থেকে প্রতি কেজি কাজু বাদাম ১ হাজার থেকে ১০৫০ টাকা নিতে পারে।

উপসংহার

আজ দাম কত ওয়েবসাইটের আজকের এই ব্লগে আপনাদের সাথে কাজু বাদাম দাম কত টাকা এবং ১ কেজি কাজু বাদামের দাম কত টাকা তা শেয়ার করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে ৫০ গ্রাম, ১০০ গ্রাম, ২৫০ গ্রাম কাজু বাদাম এর দাম সম্পর্কে জানতে পারবেন।

প্রয়োজনীয় জিনিসের দামইলেক্ট্রনিক্স পণ্যের দামখাদ্যদ্রব্যের দামস্বর্ণের দাম ইত্যাদি সম্পর্কে আপডেট জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আমি পেশায় একজন ব্লগার এবং কন্টেন্ট রাইটার। এই ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের আপডেট দাম প্রকাশ করে থাকি। এছাড়াও, আমি একজন ওয়েবসাইট এসইও স্পেশালিষ্ট।

Leave a Comment